অটিজম কেন হয়?(What is the cause of Autism)
একটি শিশুর যখন প্রথম অটিজম নির্ধারিত হয় বাবা মা এর মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটা হল আমার সন্তান তো সুস্থ স্বাভাবিক ছিল এমনকি কথা বলতে শুরু করে ছিল তাহলে তার হঠাৎ কি হলো? তার সংগে আরো কয়েকটি প্রশ্ন বাবা মা এর মনে ঘুরপাক খেতে থাকে। ১) অটিজম কি বংশগতির সংগে সম্পর্কিত? ২)অন্য সন্তানের জন্মগ্ৰহন করলে তার কি অটিজম হবার সম্ভাবনা আছে? ৩) সন্তানের পরিচর্যার কোনো গাফিলতির কারণে কি এটা হল? প্রকৃতপক্ষে অটিজম কী, কেন, কিভাবে হল এই প্রশ্নের উত্তর এখনও অসুম্পর্ন। কিন্ত্ত গবেষণায় উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে এর উত্তর অনুসন্ধান করা যেতে পারে। ১৯৮০ এর দিক থেকে অটিজম এর সমস্যা ভীষণ ভাবে বৃদ্ধি পায়।এই বৃদ্ধির কারন ব্যধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাধি নির্ধারণের যথাযথ পদ্ধতি অনুসরণ। অটিজমের মূল উপসর্গ সামাজিকরন এবং যোগাযোগ এর ক্ষেত্রে দূর্বলতা। অটিজম এর সুনির্দিষ্ট কোনো একটি কারন পাওয়া রায় নি।এটি জিনগত, পরিবেশগত এবং স্নায়ুগত অস্বাভাবিকতার এক জটিল মিশ্রন। একাধিক কারন সম্মিলিত ভাবে অটিজম এর লক্ষণ প্রকাশ করে,বিশেষত জেনেটিক কোনো কারনের সঙ্গে ঝুঁকি পূর্ণ পরিবেশে শিশু বেড়ে ওঠে তখন অ...