অটিজম কেন হয়?(What is the cause of Autism)
একটি শিশুর যখন প্রথম অটিজম নির্ধারিত হয় বাবা মা এর মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটা হল আমার সন্তান তো সুস্থ স্বাভাবিক ছিল এমনকি কথা বলতে শুরু করে ছিল তাহলে তার হঠাৎ কি হলো? তার সংগে আরো কয়েকটি প্রশ্ন বাবা মা এর মনে ঘুরপাক খেতে থাকে।
১) অটিজম কি বংশগতির সংগে সম্পর্কিত?
২)অন্য সন্তানের জন্মগ্ৰহন করলে তার কি অটিজম হবার সম্ভাবনা আছে?
৩) সন্তানের পরিচর্যার কোনো গাফিলতির কারণে কি এটা হল?
প্রকৃতপক্ষে অটিজম কী, কেন, কিভাবে হল এই প্রশ্নের উত্তর এখনও অসুম্পর্ন। কিন্ত্ত গবেষণায় উঠে আসা কিছু তথ্যের ভিত্তিতে এর উত্তর অনুসন্ধান করা যেতে পারে।
১৯৮০ এর দিক থেকে অটিজম এর সমস্যা ভীষণ ভাবে বৃদ্ধি পায়।এই বৃদ্ধির কারন ব্যধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাধি নির্ধারণের যথাযথ পদ্ধতি অনুসরণ।
অটিজমের মূল উপসর্গ সামাজিকরন এবং যোগাযোগ এর ক্ষেত্রে দূর্বলতা। অটিজম এর সুনির্দিষ্ট কোনো একটি কারন পাওয়া
রায় নি।এটি জিনগত, পরিবেশগত এবং স্নায়ুগত অস্বাভাবিকতার এক জটিল মিশ্রন।
একাধিক কারন সম্মিলিত ভাবে অটিজম এর লক্ষণ প্রকাশ করে,বিশেষত জেনেটিক কোনো কারনের সঙ্গে ঝুঁকি পূর্ণ পরিবেশে শিশু বেড়ে ওঠে তখন অটিজম এর সম্ভাবনা বৃদ্ধি পায়।
বংশগতি
সম্পূর্ণ রূপে বংশগতির ভিত্তিতে অটিজমকে ব্যাখ্যা করা যায় না। কিভাবে বিভিন্ন জিন পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়া করে সেই জিনগুলি কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলির জন্য কতটা গভীর ভাবে দায়ী , জিনের কোনো ত্রুটি আছে কি না এই সব বিষয়ে গবেষণা হচ্ছে। কিছু সংখ্যক জেনেটিক রোগের সাথে অটিজম এর সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। উদাহরণ:ফ্র্যাজাইল এক্স সিনড্রোম,টিউবেরাস স্ক্লেরোসিস।
অটিজম বর্তমান এই রকম শিশুর মায়ের দ্বিতীয় সন্তানের অটিজম এর সম্ভাবনা প্রায় ৫ শতাংশ বলে গবেষণায় প্রকাশ। অভিন্ন যময সন্তানের ক্ষেত্রে একজনের অটিজম হলে অন্যজনের ক্ষেত্রে অটিজম এর সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।(NIH-Autism Fact Sheet)
বাবার বয়স বেশি হলে তা অটিজম সম্ভাবনা ঝুঁকি বৃদ্ধি করে।
প্রসবপূর্ব পরিবেশ
প্রসবপূর্ব পরিবেশ অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। পরিবেশ গত কারন অটিজম ঝুঁকির সাথে যুক্ত। মায়ের ডায়াবেটিস, রক্তপাত, গর্ভাবস্থায় মানসিক রোগের ওষুধ সেবন, প্রসবপূর্ব মানসিক চাপ, তামাক এর ধোঁয়া ইত্যাদি অটিজম এর সম্ভাবনা বাড়ায় বলে অনেকে মনে করেন। কিন্তূ যথার্থ প্রমাণ পাওয়া যায় নি।
প্রসবপূর্ব ভাইরাল ইনফেকশন কে অটিজম এর প্রধান অ-জেনেটিক কারন বলে ধরা হয়। গর্ভবতী মায়ের রুবেলা, সাইটোমেগালোভাইরাস ,হারপিস ইত্যাদির সংক্রমনে এবং টোরাটোজেন এর অন্তর্গত থ্যালিডোমাইড, ভালপারেট জাতীয় রাশায়নিক বস্তুর সংস্পর্শে এলে গর্ভবতী মায়ের পরবর্তীতে গর্ভের সন্তানের অটিজম উপসর্গ দেখা দিতে পারে।এ বিষয়ে গবেষণা হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ তথ্য আছে গর্ভাবস্থায় ৮ থেকে ২৬ সপ্তাহ শিশুর অটিজম বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত।
প্রসবকালীন পরিবেশ
২০০৭ সালের একটি পর্যালোচনা অনুযায়ী প্রসবকালীন পরিবেশ অটিজম এর ঝুঁকি বাড়ায়।যেমন: কম ওজনের শিশু, গর্ভকালীন সময়কাল, প্রসবের সময় শিশুর অক্সিজেন সরবরাহের অভাব।এই বিষয়ে ও পর্যাপ্ত গবেষণা র অভাব আছে।
Opiate Theory
এই তত্ত্ব অনুযায়ী অটিজম একটি হজম সংক্রান্ত ব্যধি দ্বারা সৃষ্ট। জন্ম থেকেই যা গ্লুটেন(গম জাত খাবারে বর্তমান) এবং কেসিন (দুগ্ধজাত খাবার এ বর্তমান) থেকে সৃষ্টি করে Peptides Gliadorphin ,Glutomorphin,Casomorphin। এই যৌগ গুলো শিশুর স্বাভাবিক স্নায়বিক বিকাশে হস্তক্ষেপ করে। সংবেদনশীল গ্ৰাহকগুলিকে নিস্তেজ করে।পর্যাপ্ত সংবেদনশীল গ্ৰাহকের অভাবে উন্নয়নশীল মস্তিষ্ক কৃত্রিম উপায়ে শ্রবন, দৃশ্য,স্পর্শকাতরতার গ্ৰাহক গুলি তৈরী করতে চেষ্টা করে। ঠিক নিজের মত করে গ্ৰাহক তৈরী করার এই প্রচেষ্টা সাধারণ আচরন হিসেবে প্রকাশ করে অটিজম।যেমন চিৎকার (শ্রবন), ঘূর্ণন, সামনের দিকে দোলা, স্পিনিং অবজেক্ট নিয়ে ব্যস্ততা, চোখের সমস্যা, নিজেকে আঘাত করা(স্পর্শকাতরতা)।এটি সম্পর্কে সম্পূর্ণ প্রমান পাওয়া না গেলেও অনেক চিকিৎসক গ্লুটেন ফ্রী বা ক্যাসিন ফ্রী ডায়েট সুপারিশ করেন।
অটিজম মা বাবার পরিচর্যার গাফিলতির কারণে হয়না। মনোবিজ্ঞানী বাঃ লিও কান্নের এক সময় ধারনা করেছিলেন শীতল মা অর্থাৎ সন্তানের সঙ্গে কম সম্পৃক্ত মায়ের সন্তানের অটিজম হতে পারে।এরপর থেকে অটিজম আছে এমন শিশুদের মা বাবা নিজেদের দায়ী করতে শুরু করে।১৯৬০-৭০এর দশকে ডাঃ বার্নার্ড রিমল্যান্ড যিনি নিজে অটিস্টিক শিশুর পিতা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সোসাইটি অব আমেরিকা ও অটিজম রিসার্চ ইনস্টিটিউট গঠন করেন। অটিজম যে একটি জৈবিক সমস্যা সেটি তিনি প্রতিষ্টিত করার চেষ্টা করেন।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠনগত ত্রুটির সঙ্গে অটিজম সম্পর্কিত মনে করা হলেও এই বিষয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
বর্তমানে যে বিষয়টি বিজ্ঞানসম্মত ভাবে প্রতিষ্ঠিত সেটি হলো কোনো একটি কারন নয় একাধিক কারন সম্মিলিত ভাবে অটিজম এর লক্ষণ গুলি প্রকাশ করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন