আপনি কি করে বুঝবেন আপনার সন্তানের অটিজম আছে?(How to understand if your child has autism)
অটিজম এর বৈশিষ্ট্য নিয়েই শিশু জন্মগ্রহণ করে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা প্রকট হতে থাকে।এক থেকে তিন বছরের মধ্যে অটিজম এর লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে।একজন পিতা-মাতা তার সন্তান কে সবথেকে ভালো বোঝেন।কারন তার সর্বক্ষনের সঙ্গী তারাই। পিতা-মাতা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন অন্য সমবয়সী শিশুদের থেকে তার শিশুর পার্থক্য।
Autism Spectrum Disorder.(ASD)।এটি একটি জীবনব্যাপী প্রতিবন্ধকতা।যত তাড়াতাড়ি এটি নির্ধারিত হয় ততই আপনার সন্তানের পক্ষে মঙ্গল।
সাধারণ লক্ষন
১)১২ মাস হয়ে গেলেও নাম ধরে ডাকলে কোনো প্রতিক্রিয়া করে না।
২)১৮ মাস হয়ে গেলেও সঠিক ভাবে খেলতে পারে না। অন্য বাচ্চারা যেভাবে খেলনা নিয়ে খেলে এরা সেভাবে খেলে না।
৩) সমবয়সীদের সাথে মিশতে পারে না। নিজের মনে থাকতে ভালো লাগে।
৪) চোখে চোখ রেখে কথা বলে না।
৫)দেরী করে কথা বলে ভাষাগত দক্ষতা অনেক দেরীতে আসে।কেউ কেউ প্রথম দিকে কথা বললেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভুলে যায়। আবার কেউ সারা জীবন কথা বলে না। আবার অনেক সময় এক কথা বারবার বলে।(ইকোকোলিয়া)
৬) কথা বললেও প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন উত্তর দেয়।
৭) ঘরের আসবাবপত্রের স্থানপরিবর্তন পছন্দ করেনা। অনেক সময় তীব্রভাবে প্রতিক্রিয়া দেখায়।
৮)এক ধরনের আচরন বারবার করতে থাকে।যেমন নির্দিষ্ট রাস্তা দিয়ে যাওয়া।এক রকম ভাবে দুলতে থাকা।এক জায়গায় লাফাতে থাকা।
৯) নির্দিষ্ট রুটিন মেনে চলতে পছন্দ করে।
১০) নির্দিষ্ট বস্তুর প্রতি গভীর অনুরাগ থাকে।যেমন একটি কাগজে টুকরো, কোনো একটি জিনিস এর প্যাকেট।সেটি দেখতে না পেলে তীব্র প্রতিক্রিয়া করে। কখনো ভীষন উদ্বিগ্ন হয়ে পড়ে।
১১)এই ধরনের শিশুরা কল্পনা করে খেলতে পারে না। অর্থাৎ একটি পেন্সিল বক্স কে কখনো গাড়ী হিসেবে ভেবে খেলতে পারে না।
১২)খেলার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্যাটার্ন পছন্দ করে।যেমন গাড়ীর চাকা ঘোরানো,এক পাত্রের থেকে অন্য পাত্রে জল ঢালা।
১৩) সামাজিকতায় একদম দূর্বল।নিজের আগ্ৰহ,আবেগ অনুভূতি প্রকাশ করতে পারে না।অন্যর অনুভূতি তে সাড়া দেয় না। কোনো সামাজিক সম্পর্ক শুরু করতে পারে না।
১৪) ধৈর্য্য অত্যন্ত কম। কোনো একটি খেলনা নিয়ে এক মিনিট ও খেলে না।
১৫)এক খাবার নির্দিষ্ট সময়ে খেতে পছন্দ করে।
১৬) কোনো কোনো শিশু অতিরিক্ত চঞ্চল হয় আবার কেউ বা অতিরিক্ত শান্ত হয়
১৭)ব্যাথা বা আঘাত গ্ৰাহ্য করে না
১৮) কোনো শব্দ বা কোনো স্পর্শে অতিরিক্ত সংবেদনশীল হয়।
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার উপসর্গের ফুলঝুরি। বিভিন্ন শিশুর বিভিন্ন রকমের উপসর্গ দেখা যায়। কিন্তু যখন দেখবেন আপনার সন্তানের বেশ কয়েকটি উপসর্গ রয়েছে দেরী না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনি যত কম বয়সে অটিজম চিহ্নিত করে বিভিন্ন থেরাপি শুরু করবেন। আপনার সন্তানের অটিজম উপসর্গ গুলো তত ভালো ভাবে ম্যানেজ করতে পারবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন