অটিজম এবং স্যাভান্ট সিনড্রোম(Autism and Savant syndrome)

স্যাভান্ট সিনড্রোম  মূলত Neurodevelopment disorder  আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। অটিজম স্পেকট্রাম এর মতো স্নায়ুবিকাশজনিত সমস্যার সাথে কিছু অসাধারন প্রতিভার বিকাশ ঘটতে পারে।

Savant শব্দের অর্থ জ্ঞানী বা পন্ডিত ব্যক্তি। ফরাসি শব্দ savoir এর থেকে এর থেকে উৎপত্তি। এর অর্থ to know বা জানা। বাস্তবিকই স্যাভান্ট সিনড্রোম এর ব্যক্তিরা কোন এক বা কখনো কখনো একাধিক বিষয়ে অত্যধিক দক্ষতা সম্পন্ন হয়।এই দক্ষতা গুলি তাদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক বা উন্নয়নমূলক কার্যকারিতার সামগ্ৰিক স্তরকে ছাড়িয়ে যায়। এদের I.Q এর মান ৪০  এর বেশি।

সাধারণত এই অবস্থা বিরল। কিন্ত্ত ৩৭% অটিস্টিক শিশুর মধ্যে স্যাভান্ট সিনড্রোম দেখা যায়। আবার স্যাভান্ট সিনড্রোম এ আক্রান্ত দের মধ্যে ৫০% এর অটিজম স্পেকট্রাম সিনড্রোম আছে।

এই স্যাভান্ট সিনড্রোম এ আক্রান্ত ব্যক্তিদের ব্যপক স্মৃতি শক্তির  সঙ্গে যুক্ত থাকে বিশেষ বিশেষ দক্ষতা।

এই বিশেষ দক্ষতা গুলি সাধারণত পাঁচটি সাধারণ ক্ষেত্রে দেখা যায়।
১) সঙ্গীত (কখনো পিয়ানো 🎹 বা একাধিক যন্ত্রবাদন)
২)শিল্প (অস্বাভাবিক অঙ্কন ক্ষমতা, চিত্রকলা,কোনো প্রশিক্ষণ ছাড়াই)
৩) অস্বাভাবিক গানিতিক ক্ষমতা (ক্যালেন্ডার গননা, নিমেষে বড় অঙ্কের গুনন ক্ষমতা, মৌলিক সংখ্যা গণনা)
৪)যান্ত্রিক বা স্থানিক দক্ষতা (যন্ত্রের সাহায্য ছাড়াই দূরত্ব পরিমাপ,সময় সঠিক ভাবে বলতে পারা, মানচিত্র তৈরি,দিকনির্দেশ অনুসন্ধানে দক্ষতা)
৫) ভাষায় দক্ষতা (অনেক ভাষায় দক্ষতা অর্জন করতে পারে, ভাষা পড়তে পারে)

বিশেষ দক্ষতা যাই হোক না কেন এটি সর্বদা অপ্রত্যাশিতভাবে ছোট দের সাথে যুক্ত থাকে। অসাধারণ স্মৃতি এমন একটি ক্ষমতা যা সমস্ত স্যাভান্ট সিনড্রোম আক্রান্ত দের থাকে এবং যা অবধারিত ভাবে সমস্ত দক্ষতা কে জুড়ে দেয় সিনড্রোমের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে।

স্যাভান্ট সিনড্রোম জন্মগত হতে পারে বা নাও হতে পারে। শৈশবে বা প্রাপ্তবয়স্ক জীবনে মস্তিষ্কের আঘাত জনিত কারণে বা মস্তিস্কের কোনো অসুস্থতার কারণে অর্জিত হতে পারে।এই দক্ষতা গুলি  সময়ের সঙ্গে সঙ্গে অদৃশ্য হওয়ার পরিবর্তে চরিত্রগত ভাবে অব্যাহত থাকে এবং পরবর্তীতে ক্ষমতা গুলি এক থাকে অথবা বৃদ্ধি পায়।

এই দক্ষত গুলি অধিকাংশ স্মৃতিভিত্তিক, চিত্রগুলি সূক্ষ প্রতিলিপি যাতে বিমূর্ত বা প্রতীকী গুনাবলীর অভাব থাকে।

কয়েক জন স্যাভান্টদের বিশেষ দক্ষতা 

জর্জ নিমেষে বলে দিতে পারে ৫০ বছর পরে  কোন বছরে ২৫শে মার্চ ইস্টার ডে হবে,৪০০০০ বছর আগে সপ্তাহে কোন দিন কত তারিখ হবে। এমনকি সে তার প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রত্যকদিনের আবহাওয়া বলতে পারে। অথচ জর্জ সামান্য গুন করতে পারে না।
টমাস ফুলার  তাত্ত্বিক ,ব্যবহারিক  গণনা খুব কম ই বুঝতে পারে কিন্তু তাকে তখন জিজ্ঞাসা করা হয় একজন ৭০বছর ১৭ দিন ১২ ঘন্টা বয়সী মানুষ কত সেকেন্ড বেঁচে ছিলেন তিনি নিমেষে উত্তর দেন।

টনি একজন অন্ধ এবং অটিস্টিক অসাধারণ সঙ্গীতশিল্পী। একসঙ্গেই ২০ টি বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারেন।

স্টিফেন উইল্টশায়ার একবার মাত্র বিমানে লন্ডন শহরের উপর দিয়ে গিয়ে নির্ভুলভাবে লন্ডন শহরের মানচিত্র অঙ্কন করেন।

এলেন অন্ধ হলেও সে নির্ভুলভাবে কোনো কিছু র সাহায্য ছাড়াই সঠিক সময় বলতে পারে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অটিস্টিক শিশুর অভিভাবকরা কিভাবে নিজেদের প্রতি যত্ন নেবেন?(How do parents of am autistic child take care of themselves?)

আপনি কি করে বুঝবেন আপনার সন্তানের অটিজম আছে?(How to understand if your child has autism)

অটিস্টিক শিশুদের দৈনন্দিন কার্যাবলী তে কিভাবে দক্ষ করবেন?(How do you make autistic children more efficient in day to day activities?)