অটিস্টিক শিশুর দৃষ্টি সংযোগ (eye contact) বাড়ানোর পদ্ধতি

 অটিস্টিক শিশুদের দৃষ্টি  সংযোগ (Eye Contact) বাড়ানোর উপায়

সামাজিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে অক্ষমতা অটিস্টিক শিশুদের একটি অন্যতম সমস্যা।যা তাদের প্রতিমুহূর্তের জীবনযাপনকে ব্যহত করে। বাচ্চার দৃষ্টি সংযোগ ক্ষমতা কম হলে যে কোনো নতুন জিনিস শেখা, পরিবার তথা সমাজের সংগে নিজের ভাব বিনিময় , সংযোগ স্থাপন সব কিছুতেই পিছিয়ে পড়ে। নতুন কোনো কিছুতেই সে আগ্ৰহী হয় না।

শিশু যদি কোন নির্দিষ্ট জিনিস,ব্যক্তি ইত্যাদির বিষয়ে মনঃসংযোগ না করে কোনো বিষয়ে শিক্ষা দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। মনঃসংযোগ এর জন্য একান্ত প্রয়োজন দৃষ্টি সংযোগ।



শিশুর মনোযোগ এবং দৃষ্টি সংযোগ বৃদ্ধির কয়েকটি পন্থা:

•কোনো আকর্ষনীয় বা উজ্জ্বল জিনিস আপনার চোখের সামনে রেখে শিশু কে বলুন আপনার চোখের দিকে তাকাতে। কিছু দিন অভ্যাস করান।দিনে বেশ কয়েকবার।এরপর আস্তে আস্তে জিনিসগুলো সরিয়ে দিয়ে আপনার চোখের দিকে তাকাতে বলুন।বাচ্চাকে যেকোনো পারফরম্যান্স এর জন্য অবশ্যই ছোট ছোট তার প্রিয় জিনিস দিয়ে পুরস্কৃত করবেন।

•দৃশ্য এবং শ্রাব্য উপকরণ শিশুর দৃষ্টি সংযোগ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি ঘর সম্পূর্ণ অন্ধকার করে একটি টর্চ  জ্বেলে ঘরের  নির্দিষ্ট জিনিস যেমন ফ্যান, আলমারি ইত্যাদির উপর ফোকাস করুন। এবং বাচ্চাকে জিনিসগুলো চিনতে সাহায্য করুন।এরপর আপনি জিনিস গুলোর নাম বলে বাচ্চাকে সেগুলো চিহ্নিত করতে বলুন। অবশ্য পারলে পুরস্কৃত করুন।না পারলে অবশ্যই বলবেন না তুমি পারছনা। বলবেন বাঃ খুব ভালো হচ্ছে আরও একবার কর। এছাড়া বিভিন্ন পরিচিত শব্দ মোবাইল এ রেকর্ডিং করে তার সংগে সম্পর্কিত জিনিস গুলো চিহ্নিত করতে বলুন।যেমন প্রেসার কুকারে র আওয়াজ। প্রয়োজনে ছবিও ব্যবহার করতে পারেন।

•বাড়ির মধ্যে একটি নিরাপদ জায়গা স্থির করুন। যেখানে কোনোরকম বিপজ্জনক কিছু থাকবে না। এইরকম বিপদমুক্ত অঞ্চলে শিশু কে স্বাধীন ভাবে থাকতে দিন।যে নতুন জিনিস আপনি শিশুর  সঙ্গে পরিচিত করতে চান সেগুলো রাখুন। একসঙ্গে বেশি জিনিস রাখবেন না। শিশু বিভ্রান্ত হবে। দৃষ্টি সংযোগ ব্যহত হবে।

•শিশুকে বড় আকারের ছবি আছে এমন ছবির বই দেখাবেন।আরো ভালো হয় একটি পাতায় একটি বা দুটি ছবি আছে এমন  বই ব্যবহার করা। পারিবারিক আ্যলবাম দেখিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে তারপর তাদের দেখে চিহ্নিত করতে বলুন।



এইরকম  দৃষ্টি সংযোগ এর বিভিন্ন পন্থা প্রাত্যহিক করতে হবে। ধীরে ধীরে শিশুর উন্নতি অবশ্যই হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অটিস্টিক শিশুর অভিভাবকরা কিভাবে নিজেদের প্রতি যত্ন নেবেন?(How do parents of am autistic child take care of themselves?)

আপনি কি করে বুঝবেন আপনার সন্তানের অটিজম আছে?(How to understand if your child has autism)

অটিস্টিক শিশুদের দৈনন্দিন কার্যাবলী তে কিভাবে দক্ষ করবেন?(How do you make autistic children more efficient in day to day activities?)