অটিজম (ASD – Autism Spectrum disorder) আক্রান্ত শিশুর প্রাথমিক উপসর্গ

 অটিজম

অটিজম একটি স্নায়ুবিকাশ জনিত সমস্যা। একটি শিশু অটিস্টিক শিশু কিনা তা কতকগুলি বিষয়ের উপর ভিত্তি করে সনাক্ত করা সম্ভব।

অটিজম এর বৈশিষ্ট্য:

প্রথমত:

 শিশুটির সামাজিক সম্পর্ক গঠনের ক্ষেত্রে অক্ষমতা।মানুষ সামাজিক জীব। জন্মের পর থেকে শিশু এই সমাজের অংশ। জন্মের পর তার প্রথম সামাজিক সম্পর্ক গড়ে ওঠে মা এর সঙ্গে মিষ্টি হাসির বিনিময়ে। তার সামাজিক সম্পর্ক শুরু হয় ভাষার আগে চোখ দিয়ে।সে সকলের দিকে তাকিয়ে মিষ্টি হেসে নিজের পরিচিতি তৈরি করে। কিন্ত্ত অটিস্টিক শিশুরা এই সামাজিক সম্পর্কে স্থাপনে অনাগ্ৰহী।তারা অন্য শিশুদের মত চোখের দিকে তাকায় না।একা থাকতে পছন্দ করে।অন্যের মনোযোগ পেতে চায় না। অনেক সময় বাবা মা এর আদর এর  স্বাভাবিক প্রত্যুত্তর দেয় না।এরা অন্যের অনুভুতি চিন্তা বুঝতে পারে না। নিজেদের আবেগ সঠিক ভাবে প্রকাশ বা নিয়ন্ত্রন কোনাটিই করতে পারে না।



দ্বিতীয়ত:

 যোগাযোগের সমস্যা।সাধারণত তিন বছরের মধ্যে অধিকাংশ শিশু তাদের বেড়ে ওঠার ধাপ গুলো অতিক্রম করে। প্রথমে তারা একটু একটু করে আধো বোল শেখে এবং একবছরে কিছু শব্দ বলতে পারে। পছন্দের জিনিসটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। নিজের পছন্দ অপছন্দ বোঝাতে পারে সুস্পষ্ট ভাবে। কিন্তু অটিজম আছে এমন শিশুরা অনেকেই জন্মের পর আধো বোল শিখলেও অচিরেই  তা বন্ধ হয়ে যায়। আবার কেউ কেউ সারা জীবন কথা ই বলে না। আবার কেউ বা ভাষা শেখে দেরীতে। আবার ভাষা শিখলেও , শব্দভাণ্ডার যথেষ্ট হলেও কথোপকথন চালাতে পারে না। একমাত্র পছন্দের বিষয়ে অনেক সময় কেউ কেউ একঘেয়ে কথা বলে।কারো শারীরিক ভাষা সহজে বুঝতে পারে না। নিজেদের আবেগ ও চাহিদা সঠিক ভাবে বলতে পারে না।

তৃতীয়ত: 

পুনরাবৃত্তিমূলক আচরন।এই ধরনের শিশুরা এক ধরনের কাজ বারবার করতে ভালোবাসে।এই বৈশিষ্ট্য তাদের অন্য শিশুদের থেকে আলাদা করে।এরা বিভিন্ন ধরনের পুনরাবৃত্তিমলক কাজ করে। কখনও একটি নির্দিষ্ট পংক্তিতে গাড়ী বা রে কোনো জিনিস সাজাতে থাকে।কখনো এক পাত্রের থেকে অন্য পাত্রে জল ঢালতেই থাকে, কখনো বারবার তাদের হাত নাড়তে থাকে, কখনো কোনো সামান্য জিনিস ছাড়তেই চায়না।যেমন একটুকরো কাগজ।এই সব শিশুরা নির্দীষ্ট পরিবেশ বিঘ্নিত হলে বিপর্যস্ত হয়ে পড়ে।যেমন নির্দিষ্ট রাস্তা দিয়ে যাতায়াত, নির্দিষ্ট সময়ে খাওয়া ইত্যাদি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অটিস্টিক শিশুর অভিভাবকরা কিভাবে নিজেদের প্রতি যত্ন নেবেন?(How do parents of am autistic child take care of themselves?)

আপনি কি করে বুঝবেন আপনার সন্তানের অটিজম আছে?(How to understand if your child has autism)

অটিস্টিক শিশুদের দৈনন্দিন কার্যাবলী তে কিভাবে দক্ষ করবেন?(How do you make autistic children more efficient in day to day activities?)