অটিজম শব্দের উৎপত্তি
অটিজম বর্তমানে অত্যন্ত পরিচিত একটি শব্দ। কিন্তু অটিজম সম্পর্কে জ্ঞান এখনও আমাদের খুব সীমিত। আসুন,আমরা প্রথমে জেনে নি অটিজম শব্দটি কোথা থেকে এলো এবং শব্দটি প্রথম ব্যবহার কে করেন?
অটিজম শব্দটি এসেছে গ্ৰীক শব্দ AUTOS থেকে।যার অর্থ আত্ম বা নিজ।Autism শব্দের অর্থ আত্মমগ্ন বা আত্মসংবৃতি।এই ধরনের শিশুরা নিজস্ব জগতে আত্মমগ্ন হয়ে থাকে।
অটিজম শব্দটি প্রথম ব্যবহার করেন সুইস মনোচিকিৎসক Eugen Bleuler।যারা একান্তভাবে ভগ্নমনস্ক মানুষ,অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে না তাদের বোঝাতে তিনি এই শব্দটি ব্যবহার করেন "American Journal Of Insanity " এর একটি প্রবন্ধে।
Bleuler এর ধারনায় অটিজম বলতে বোঝায় বাস্তবতার সাথে যোগাযোগের অভাব। প্রায়শই উদ্ভট কল্পনার মধ্যে বিচরন এবং দ্ব্যাথর্তা মানসিকতার মধ্যে পারস্পরিক একচেটিয়া দ্বন্দের সহাবস্থান।যা মূলত শৈশব সিজোফ্রেনিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে অটিজম এই ধারনা থেকে সম্পূর্ণ ভিন্ন একটি অবস্থান।যদিও কোনো কোনো ক্ষেত্রে এদের পৃথক করা বেশ কষ্টসাধ্য।
EUGEN BLEULER
1943 সালে ডঃ Leo Kanner সর্বপ্রথম ১১টি মানসিক ব্যধিগ্ৰস্ত শিশুর আক্রমনাত্মক ব্যবহারের মধ্যে মিল লক্ষ্য করে এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন এবং এই ব্যাধির নামকরন করেন Early Infantine Autism।এই শিশুরা অন্য মানুষের সাথে সম্পর্ক স্থাপনে বা যোগাযোগ স্থাপনে অনাগ্ৰহী।এই বিষয়টিকে তিনি অটিজম হিসাবে চিহ্নিত করেন। তিনি এই বিষয়ে একটি প্রবন্ধ The Nervous Child নামে একটি সাময়িকীতে প্রকাশ করেন তার বর্ণনার অনেক কিছু এখনো অটিজম শিশুদের চিকিৎসার জন্য প্রয়োগ করা হয়।1944 সালে ডঃ Kanner আর একটি তত্ত্ব প্রকাশ করেন।শীতল ও বিচ্ছিন্ন বাবা মা এর তত্ত্ব।শীতল ও বিচ্ছিন্ন বাবা ও মা এর জন্য অটিজম দেখা যায়।যদিও এই তত্ত্ব ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে।
১৯৪৪ সালে অস্ট্রিয়ার Hans Aspergus
অটিজম আক্রান্ত শিশুদের নিয়ে একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করেন। তিনি ৫ থেকে ১১ বছর বয়সী চার সন্তানের বর্ণনা দিয়েছেন যাদের বাবা মার এক ই ধরনের ব্যক্তিত্ব বা উদ্দীপনা ছিল। তিনি এটিকে জিনগতের প্রমান হিসাবে ধরেছিলেন।লিংক অটিজম এর একটি উচ্চ কার্যকরী ফর্মের তিনি বর্ণনা দেন যাকে পরে Asperger's Syndrome বলা হয়।এই ধরনের শিশুদের ভাষার ব্যবহার শিখতে দেরী হয় না। তাদের বুদ্ধিমত্তা মোটামুটি ঠিক থাকে। কিন্তু সামাজিক যোগাযোগ তৈরি করতে একেবারে পারে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন