পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অটিজম এবং স্যাভান্ট সিনড্রোম(Autism and Savant syndrome)

ছবি
স্যাভান্ট সিনড্রোম  মূলত Neurodevelopment disorder  আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। অটিজম স্পেকট্রাম এর মতো স্নায়ুবিকাশজনিত সমস্যার সাথে কিছু অসাধারন প্রতিভার বিকাশ ঘটতে পারে। Savant শব্দের অর্থ জ্ঞানী বা পন্ডিত ব্যক্তি। ফরাসি শব্দ savoir এর থেকে এর থেকে উৎপত্তি। এর অর্থ to know বা জানা। বাস্তবিকই স্যাভান্ট সিনড্রোম এর ব্যক্তিরা কোন এক বা কখনো কখনো একাধিক বিষয়ে অত্যধিক দক্ষতা সম্পন্ন হয়।এই দক্ষতা গুলি তাদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক বা উন্নয়নমূলক কার্যকারিতার সামগ্ৰিক স্তরকে ছাড়িয়ে যায়। এদের I.Q এর মান ৪০  এর বেশি। সাধারণত এই অবস্থা বিরল। কিন্ত্ত ৩৭% অটিস্টিক শিশুর মধ্যে স্যাভান্ট সিনড্রোম দেখা যায়। আবার স্যাভান্ট সিনড্রোম এ আক্রান্ত দের মধ্যে ৫০% এর অটিজম স্পেকট্রাম সিনড্রোম আছে। এই স্যাভান্ট সিনড্রোম এ আক্রান্ত ব্যক্তিদের ব্যপক স্মৃতি শক্তির  সঙ্গে যুক্ত থাকে বিশেষ বিশেষ দক্ষতা। এই বিশেষ দক্ষতা গুলি সাধারণত পাঁচটি সাধারণ ক্ষেত্রে দেখা যায়। ১) সঙ্গীত (কখনো পিয়ানো 🎹 বা একাধিক যন্ত্রবাদন) ২)শিল্প (অস্বাভাবিক অঙ্কন ক্ষমতা, চিত্রকলা,কোনো প্রশিক্ষণ...

অটিস্টিক শিশুর অভিভাবকরা কিভাবে নিজেদের প্রতি যত্ন নেবেন?(How do parents of am autistic child take care of themselves?)

শিশুর সুস্থতা অঙ্গাঙ্গীভাবে জড়িত বাবা মা এর সুস্থ ও সুন্দর জীবন এর সঙ্গে।"আপনার সন্তানের অটিজম আছে"। এই শব্দবন্ধ টি শোনার পর অবধারিত ভাবে অভিভাবকরা মানসিক ভাবে মর্মাহত হয়ে পড়েন। প্রথমেই তাঁরা বিশ্বাস করতে অস্বীকার করেন সত্যিই তাঁর সন্তানের অটিজম আছে। কিন্তু যখন বিশ্বাস করেন তখন অদ্ভুত এক দোলাচল মানসিক অবস্থার মধ্যে থাকেন।প্রচন্ড দুঃখজনক মনে হয় জীবনকে। আবার প্রচন্ড রাগ হয়। তবে দুঃখ বা রাগ এই দুটি মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। এবং এগুলি প্রকাশ করার অধিকার আমাদের আছে। এগুলো অবশ্যই আপনার সন্তানের অটিজম নির্ধারিত হওয়ার পর আপনার মানসিক চাপ এর একটি সুস্থ ও স্বাভাবিক প্রতিক্রিয়া।এই প্রতিক্রিয়া গুলি আপনি আপনার সুবিধা জনক উপায়ে অবশ্যই প্রকাশ করবেন।এমন সময় আসবে নিজেকে বিচ্ছিন্ন ও একাকী বোধ হবে।যখন আপনি বিভিন্ন উৎস থেকে ক্রমাগত জানতে থাকবেন অটিজম একটি জীবনব্যাপী সমস্যা। আবার পরিবারের সঙ্গে যোগাযোগ এর সময়ের অভাবের কারণে একাকীত্ব আসতেই পারে। ভবিষৎ সম্পর্কে আবেগ এবং উদ্বেগ দুই তীব্রভাবে তাড়িত করে মনকে। বেদনাদায়ক আবেগ খুব স্বাভাবিক।এই আবেগ এবং অনুভূতি আপনার সন্তানের জন্য যুদ্ধ কর...

অটিস্টিক শিশুদের দৈনন্দিন কার্যাবলী তে কিভাবে দক্ষ করবেন?(How do you make autistic children more efficient in day to day activities?)

ছবি
একটি শিশুর প্রাথমিক শিক্ষা দৈনন্দিন কার্যাবলী সুসম্পন্ন করার শিক্ষা।যা শুরু হয় বাড়ি থেকে। বড়দের অনুকরণের মাধ্যমে।যার মধ্যে প্রথমেই রয়েছে নিজে নিজে খাওয়া। এছাড়াও হাতমুখ ধোওয়া, দাঁত পরিষ্কার করা, স্নান করা এইসব  বিকাশমূলক কাজে শিশু ৬-৭বছরের মধ্যে পারদর্শী হয়ে যায়। কিন্তু অটিস্টিক শিশুদের জন্য এই প্রারম্ভিক কাজ গুলো একপ্রকার চ্যালেঞ্জ। একজন Occupational Therapist  এইরকম শিশুদের বিশেষ প্রশিক্ষণ দেন দৈনন্দিন কার্যাবলী সুসম্পন্ন করতে পারার জন্য। কিন্তু বাড়িতে বাবা মা একটু তৎপর হলে নিজেরাই শিশুকে নিজের তত্ত্বাবধানের উপযুক্ত করে তুলতে পারেন। ১)খাওয়ার ব্যাপারে শিশুকে উপযুক্ত করে তোলা সাধারণত শিশু প্রথমে যে দক্ষতা অর্জন করে তার হল নিজে নিজে খেতে শেখা। অটিস্টিক শিশুদের অনেকের অখাদ্য, কুখাদ্য মুখে পুরে দেওয়ার অভ্যাস থাকে। সেইজন্য নিজে খেতে শেখা শুরু করার আগে তাদের শেখাতে হবে কোনটি সঠিক খাদ্য এবং কোনটি অখাদ্য। এর জন্য করা যেতে পারে খাদ্য এবং অখাদ্য মিশ্রিত করে শিশু কে দিয়ে তাকে সেগুলো কে পৃথক করে দুটি আলাদা পাত্রে রেখে দিতে বলতে হবে। অবশ্যই কারো তত্ত্বাবধানে পরিচালিত হতে হবে। ...

অটিজমের সাথে সম্পর্কিত সম্ভাব্য শারীরিক সমস্যাবলী(Potential Physical Problems assosiated with Autism)

অটিজম আক্রান্তদের সহ বিদ্যমান বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ সমস্যাটি সরাসরি অটিজম এর সঙ্গে জড়িত একটি বৈশিষ্ট্য অথবা শিশুর সম্পূর্ণ পৃথক একটি সমস্যা কিনা তা নির্ধারন  করা।এই সব সমস্যা গুলোর নির্দিষ্ট চিকিৎসা প্রয়োজন। কিছু সাধারণ সমস্যা  আলোচনা করা হল। খিঁচুনির সমস্যা অটিজম এর সঙ্গে জড়িত সবচেয়ে সাধারণ ব্যাধি গুলির একটি খিঁচুনি। অটিজম আছে এমন শিশুদের 5%থেকে 38% শিশুদের খিঁচুনি হবার সম্ভাবনা আছে। যেখানে বাকি সাধারণ শিশু দের ক্ষেত্রে সেই সম্ভাবনা মাত্র  1%থেকে 2%। অটিজম আক্রান্ত ব্যক্তির জীবদ্দশায় যে কোনো সময়ে খিঁচুনি হতে পারে। তবে সাধারণত বয়ঃসন্ধিকালে শুরু হয়। শিশু কালেও হতে পারে। মস্তিষ্কের অভ্যন্তরে তড়িৎপ্রবাহের তারতম্যের কারণে খিঁচুনি হতে পারে।ইইজির এটি সনাক্তকরন করা হয়। অটিজম আছে শিশু যাদের তিন বছর এর আগে ধীরে ধীরে ভাষা দক্ষতা হ্রাস পেয়েছে তাদের খিঁচুনির হার বেশি সমীক্ষা অনুযায়ী। অনেক ক্ষেত্রে absent seizure দেখা যায়।যা সনাক্ত করা বেশ কষ্টসাধ্য। শিশু কয়েক সেকেন্ড এর জন্য শূন্যের দিকে বা মহাকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। ঘুমের সমস্...