অটিজম এবং স্যাভান্ট সিনড্রোম(Autism and Savant syndrome)
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlu2nQWttvuNXKUjeE-SvbLax8rUG1Wi2hu4HraksLmMcdRjHcclKr2sJGoSWVw6B1JvXoJPOLOP1CxMW411wDlWaR-M0NLYPtux4L-uQQaGdCcezkQW32PMRr2Ia6obWU7Lu3YmFr7_k/s1600/1635169294041234-0.png)
স্যাভান্ট সিনড্রোম মূলত Neurodevelopment disorder আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। অটিজম স্পেকট্রাম এর মতো স্নায়ুবিকাশজনিত সমস্যার সাথে কিছু অসাধারন প্রতিভার বিকাশ ঘটতে পারে। Savant শব্দের অর্থ জ্ঞানী বা পন্ডিত ব্যক্তি। ফরাসি শব্দ savoir এর থেকে এর থেকে উৎপত্তি। এর অর্থ to know বা জানা। বাস্তবিকই স্যাভান্ট সিনড্রোম এর ব্যক্তিরা কোন এক বা কখনো কখনো একাধিক বিষয়ে অত্যধিক দক্ষতা সম্পন্ন হয়।এই দক্ষতা গুলি তাদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক বা উন্নয়নমূলক কার্যকারিতার সামগ্ৰিক স্তরকে ছাড়িয়ে যায়। এদের I.Q এর মান ৪০ এর বেশি। সাধারণত এই অবস্থা বিরল। কিন্ত্ত ৩৭% অটিস্টিক শিশুর মধ্যে স্যাভান্ট সিনড্রোম দেখা যায়। আবার স্যাভান্ট সিনড্রোম এ আক্রান্ত দের মধ্যে ৫০% এর অটিজম স্পেকট্রাম সিনড্রোম আছে। এই স্যাভান্ট সিনড্রোম এ আক্রান্ত ব্যক্তিদের ব্যপক স্মৃতি শক্তির সঙ্গে যুক্ত থাকে বিশেষ বিশেষ দক্ষতা। এই বিশেষ দক্ষতা গুলি সাধারণত পাঁচটি সাধারণ ক্ষেত্রে দেখা যায়। ১) সঙ্গীত (কখনো পিয়ানো 🎹 বা একাধিক যন্ত্রবাদন) ২)শিল্প (অস্বাভাবিক অঙ্কন ক্ষমতা, চিত্রকলা,কোনো প্রশিক্ষণ...