অটিস্টিক শিশুদের যোগাযোগ প্রক্রিয়ায় দক্ষ করার ৮টি উপায়।
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3TdM0XZhk-vbQ0U3Hf_bpyBnKGEnK84ZkgR0xnyg7U-9MKaaPrW8CgKfQ809NUInZWH_p3Vae8h5hvdvI1VdGk19x_HrhxktW3ukYLWlD_YDpy5eTkyCACTAQ4q4i-Q2Q3uELrdNtsxQ/s1600/1636986305557351-0.png)
অটিস্টিক শিশুদের একটি প্রধান সমস্যা হল যোগাযোগের ক্ষেত্রে দক্ষতার খামতি। তথ্য গ্ৰহন করা, বুঝতে পারা এই শিশু দের কাছে বেশ জটিল। অন্য ব্যাক্তির ভাষা বুঝতে পারা ,তার শরীরের ভাষা বুঝতে পারা, ইশারা বুঝতে পারা এদের পক্ষে অসম্ভব। তাই এই সব শিশু দের চাহিদা ,মতামত, আবেগ অনুভূতি বোঝার জন্য এদের যোগাযোগ এর দক্ষতা বৃদ্ধি করতে হবে। এর জন্য একজন দক্ষ স্পীচ থেরাপিস্ট এর প্রয়োজনীয়তা খুব বেশি।যারা কথা বলতে পারে এবং যারা কথা বলতে পারে না তাদের উভয়ের জন্যই স্পীচ থেরাপিস্ট এর প্রয়োজনীয়তা আছে। শিশু কে যোগাযোগে সহায়তা করার কৌশল ১) কোনো নির্দেশনা দেওয়ার আগে শিশুর মনোযোগ আকর্ষণের দিকে নজর দিতে হবে। ২)ছোট ছোট করে ভেঙে নির্দেশ দিতে হবে। নির্দেশ সরল হতে হবে। ৩)সবসময় হ্যাঁ সূচক কথা বলতে হবে। এটা করো না এইভাবে না বলে বলতে পারেন এটা পরে করো। ৩) শিশুর প্রত্যাশিত আচরনের জন্য অপেক্ষা করতে হবে। কোনো প্রশ্ন দ্রুত পুনরাবৃত্তি না করে উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। ৪) শিশু কে যে কোনো নির্দেশনা অভিনয় করে বুঝিয়ে দিলে তার বুঝতে সুবিধা হবে।যেমন শিশু কে হাত ধুতে বলে ওকে সেটা দেখিয়ে দিতে হবে।যতক্ষন না...